বিষয় : বাংলাব্লগ-২

প্রিয় পাঠক/ব্লগার
 
 

কিভাবে এই ব্লগে যোগ দেবেন?

Follow Blog

Follow Blog

আপনি যদি ওয়ার্ডপ্রেস্ ব্লগার হোন তাহলে একদম নিচে ফুটারের কাছে ইংরাজীতে ‘ফলো’ নামে একটি বাটন্ পাবেন, এই‌ বাটন্-এর উপর ক্লিক্ করলে একটি ‘ফলো বাংলাব্লগ’ লেখা একটি উইনডো পাবেন, তাতে আপনি আপনার ই-মেল আইডি অবশ্যই ইংরাজীতে টাইপ অথবা কপি-পেস্ট করুন এবং ‘সাইন‌ মি আপ্’ বাটন্-এ ক্লিক্ করুন। এটা করলে আপনি আপনার ইনবক্স্-এ নিয়মিত নিউ পোস্ট ডেলিভারি পাবেন। এছাড়া যারা ওয়ার্ডপ্রেস্ ব্লগার নন, তারা খানিকটা উপরে গেলে ‘ফলো ব্লগ ভায়া ই-মেল’ নামে একটি ফর্ম পাবেন, ওখানে আপনার মেল আইডি এনটার্ করতে পারেন, শেষে ‘ফলো’ বাটন্ প্রেস্ করুন। উভয়ক্ষেত্রেই প্রথমে আপনার কাছে একটি মেল আসবে কনফারমেশানের জন্য, আপনি যদি এ্যাকসেপ্ট‌‌ বাটন্ ক্লিক্ করেন তাহলে যোগাযোগ সম্পূর্ণ হবে। এরপর থেকে নতুন কোনো পোস্ট্ হলে আপনি সংবাদ পাবেন।

*এই লেখাটি সম্পূর্ণভাবে তাঁদেরই জন্য যাঁরা এ বিষয়ে বিশদভাবে অবগত নন।

*লেখাপত্র বা চিঠি পাঠালে দয়া করে অভ্র ফন্ট্ ও কি-বোর্ডে কমপোজ করে পাঠান যাতে দ্রুত পোস্ট্ করা যায়।

যোগাযোগ:

baanglablog@gmail.com

This entry was posted in বাংলাব্লগ and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to বিষয় : বাংলাব্লগ-২

  1. পিংব্যাকঃ বিষয় : বাংলাব্লগ – কি ভাবে যোগ দেবেন? | BanglaBlog

  2. পিংব্যাকঃ বিষয়ঃ বছরপূর্তি | BanglaBlog

  3. পিংব্যাকঃ বিষয়ঃ নোটিশ | BanglaBlog

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.