বিষয় : বাংলাব্লগ-১

প্রিয় পাঠক/ব্লগার
 
 

কি কি করবেন?

আপনার লেখা/ছবি/কার্টুন/ফটো/ভিডিও কিভাবে পাঠাবেন…

আপনারা আপনাদের লেখা, ছবি, কার্টুন, ফটো, ভিডিও পাঠান, প্রকাশিত লেখা বা ব্লগ-কনটেনট্ নিয়ে মতামত দিন। চিঠিপত্রের মাধ্যমে লেখা পাঠাতে পারেন। ঠিকানা, ই-মেল ঠিকানা ও ফোন নাম্বার এই ব্লগের ‘যোগাযোগ’ বিভাগে দেওয়া আছে। প্রয়োজন হলে বা বিশদে কিছু জানতে হলে ফোনে বা ই-মেলে য়োগাযোগ করুন। লক্ষ্য করুন প্রতিটি লেখার নিচে ‘মন্তব্য’ নামে একটি বাটন্ দেওয়া আছে। ‘মন্তব্য’ লেখার বাটন্-এ ক্লিক্ করলে একটি খোপ বা টেক্ট্ ইনসার্ট বক্স্ (লিভ্ ইয়োর রিপ্লাই) পাবেন। ওখানে আপনার মন্তব্য ইনসার্ট করে পোস্ট করে দিন। এছাড়া ই-মেল মারফত লেখা/ছবি/কার্টুন/ফটো/ভিডিও বা মতামত পাঠাতে পারেন। মনে রাখবেন, আপনার কম্পিউটারে ‘অভ্র’কি-বোর্ড ইন্সটল্ করা না থাকলে আপনি বাংলা লিখতে পারবেন না। এই অভ্র ফন্ট ও কি-বোর্ড ব্যবহার সম্পূর্ণ বাণিজ্য-শর্ত-মুক্ত(ফ্রি)। ওমিক্রনল্যাব.কম্ থেকে কি-বোর্ড এবং ফন্ট্ নামিয়ে নিতে পারেন। অভ্র-র সাইটে এ ব্যাপারে নির্দিষ্ট পরামর্শ দেওয়া আছে আর ম্যানুয়াল-টা ভালো করে পড়ে নেবেন, তাহলে কোনো অসুবিধায় পড়তে হবে না। ইন্সটল করার পর এম.এস.ওয়ার্ড বা কোনো টেক্সট্ এডিটারে আপনার লেখা লিখুন, কপি করুন এবং লিভ্ ইয়োর রিপ্লাই-তে রাইট ক্লিক্ করে পেস্ট্ করুন। এরপর নিচে পোস্ট কমেন্ট্-এ ক্লিক্ করুন। পরীক্ষা করে দেখুন কি ফলাফল হয়।

যোগাযোগ:

baanglablog@gmail.com

This entry was posted in বাংলাব্লগ and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to বিষয় : বাংলাব্লগ-১

  1. পিংব্যাকঃ বিষয় : বাংলাব্লগ – কি ভাবে যোগ দেবেন? | BanglaBlog

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.