তথ্য কণিকা

বিষয় : বাংলাব্লগ-শুরুর শুরু

প্রিয় পাঠক/ব্লগার,

আপনাদের শুভেচ্ছা নিয়ে শুরু হল বাংলা ব্লগ। ব্লগ মানেই আড্ডা। তাই সকলের প্রতি সাদর আমন্ত্রণ রইল! এই ওয়ার্ডপ্রেস্ বাংলাব্লগে আপনারা জনে জনে যোগ দিন, এই আমাদের আব্দার, অনুরোধ, কামনা, বাসনা! আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণীত করবে। আসুন, আমরা আমাদের এই প্রিয় বাংলাভাষা নিয়ে ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান’-এর পৃথিবীতে, অন্তর্জালের জগতে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার বিশ্বব্যাপী কর্মকান্ডে যোগ দিই। ‘যত মত তত পথ’ নিয়ে চলুক বিনিময়, অন্য সকল ভাষার প্রতি সশ্রদ্ধ ভালবাসা ও সম্মান রেখে শুরু হোক আমাদের পথ চলা! বিশেষত: সেই আন্তর্জাতিক যোগাযোগ রক্ষাকারী ভাষা হিসাবে ইংরাজীর অসামান্য যাদুময়তা ও তথ্যপ্রযুক্তির জগতে তার মননশীল প্রয়োগের কথা মাথায় রেখেই শুরু হোক আমাদের কর্মকান্ড!

বাংলাব্লগ টিম
কলকাতা
৬ অক্টোবর ২০১৩

যোগাযোগ: baanglablog@gmail.com

বাংলাব্লগ
বাংলাব্লগ একটি ওয়ার্ডপ্রেস্.কম্ সাইট।
স্বাগতম্! বাংলাব্লগ (জন্ম-২০১৩) বাংলা ভাষাভাষি মানুষদের/বাঙালীদের জন্য তৈরী একটি ব্লগসাইট। বাংলাব্লগ টিম-এর উদ্দেশ্য হলো সমস্ত বাংলা ভাষাভাষি মানুষদের এমনভাবে সংগঠিত করা যাতে তাঁরা শিল্প, সংস্কৃতি, রাজনীতি, সমাজবিদ্যা, সাহিত্য, কার্টুন, সিনেমা, থিয়েটার ইত্যাদি সহ সামপ্রতিক ঘটনাসমূহকে নিয়ে ব্লগ লিখতে পারেন।

3 Responses to তথ্য কণিকা

  1. neelseen বলেছেন:

    ami banglay likhte chai.

  2. neelseen বলেছেন:

    বাংলা ব্লগের অনেক বিষয় আপনাদের ভালো লেগেছে জেনে আমরা খুব আনন্দিত। ৫৭ জন লাইকপ্রেস্ করেছেন। এতগুলো লাইকপ্রেস্ করার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় স্বাগত! আপনারা সরাসরি ওয়ার্ডপ্রেস্ বাংলাব্লগে চলে এসে কমিউনিটি-তে যোগ দিন, এটা আমাদের অনুরোধ। কি ভাবে যোগ দেবেন তার পদ্ধতি বলে দেওয়া আছে। ভালো করে পড়ে নেবেন। অসুবিধা হলে মেল আইডি দেওয়া আছে যোগাযোগের জন্য।

  3. নীলসীন neelseen বলেছেন:

    আজ পর্যন্ত ৩৬৯০ হিটস হওয়া বাংলা ব্লগের অনেক বিষয় আপনাদের ভালো লেগেছে জেনে আমরা খুব আনন্দিত। ৬৬৪+ জন লাইকপ্রেস্ করেছেন। এতগুলো লাইকপ্রেস্ করার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় স্বাগত! আপনারা সরাসরি ওয়ার্ডপ্রেস্ বাংলাব্লগে চলে এসে কমিউনিটি-তে যোগ দিন, এটা আমাদের অনুরোধ। কি ভাবে যোগ দেবেন তার পদ্ধতি বলে দেওয়া আছে। ভালো করে পড়ে নেবেন। অসুবিধা হলে মেল আইডি দেওয়া আছে যোগাযোগের জন্য।

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.